Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চান্দামারী মসজিদ
স্থান
 
Rajarhat union
কিভাবে যাওয়া যায়

বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কুড়িগ্রাম বাস স্ট্যান্ড এ নেমে অটো রিক্সা যোগে রাজারহাট উপজেলাধীন রাজারহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে খোঁজ করলে পাওয়া যাবে মসজিদটি।

যোগাযোগ

0

বিস্তারিত

এ মসজিদের অবস্থান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের ৭নং ওয়য়ার্ডের চান্দামারী গ্রামের মন্ডলপাড়ায়। সড়কপথে এটি রাজারহাট উপজেলা থেকে ৪ কিমি দক্ষিণ-পশ্চিম দিকে এবং রাজারহাট ইউনিয়ন পরিষদ হতে ২কিঃমিঃ দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। তিন গমবুজ ও তিন মিহরাব বিশিষ্ট দৃষ্টিনন্দন মোগল আমলের এইমসজিদটির নির্মাণকাল আনুমানিক ১৫৮৪-১৬৮০ খ্রিটাব্দের মধ্যবর্তী সময়ে।সুলতানী আমলের শিল্প বৈশিষ্ট্য ও মোগল সহাপত্যকলার সমন্বয় ঘটেছে।